শিক্ষকের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:০৩ পিএম, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ১২৬২

টাঙ্গাইলের কালিহাতী দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।

বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ খোশনোবিশ, মহিলা বিষয়ক সম্পাদিকা মুন্নি মোনালিসা, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বাশিরুল ইসলাম, সদর থানার সহ-সভাপতি মাকসুদ আলী খান, সদস্য শাহালম লিটু, মাহফুজুর রহমান, আহত শিক্ষকের ছোট মুশফিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। সেই সমাজে শিক্ষকরাও নিরাপদ নয়। বর্তমান সময়ে শিক্ষকের উপর হামলা করা হচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। যারা শিক্ষক মফিদুল ইসলামের উপর হামলা করে গুরুতর অাহত করেছে তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার স্বীকার হয়। ওই দিন বিকেলে হামলাকারী সন্দেহে ইমান আলী ও তুহিন আলী নামে দুই জনকে আটক করে কালিহাতী থানা পুলিশ।