ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেফতার একজন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
প্রকাশিত: ১১:০৪ এএম, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ৪৩০

ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রাম থেকে মিনারুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম কোটচাদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার ভোরে সদর উপজেলার হাজরা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা জানতে পারে সন্ত্রাসীরা অস্ত্র-বেঁচা কেনা করবে।

এ সময় ওই গ্রামের রাস্তার পাশের্^ প্লাষ্টিক ব্যাগ হাতে দাড়িয়ে থাকা মিনারুল ইসলামকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাসী চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানান, আটককৃত মিনারুল অস্ত্র বিক্রী করার জন্য অবস্থান নেওয়ার কথা স্বীকার করেন ও তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।