মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৭ পিএম, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৪৩৫
টাঙ্গাইলের মধুপুরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা গুলটিয়া গ্রামে এই ঘটে। নিহত ওসমান গনি (২৮) উপজেলার রামকৃষ্ণবাড়ি গ্রামের ছমের আলীর ছেলে। 
 
এ ব্যাপারে মধুপুর থানার ওসি  তারিক কামাল জানান, সোমবার সকালে গুলটিয়া গ্রামে এক নারী প্রকৃতির ডাকে বাইরে বের হয়। এ সুযোগে ঘরের দরজা খোলা দেখে এক যুবক ঘরে প্রবেশ করে ওই নারীর মোবাইল ফোন চুরি করে দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করে।
 
পরে বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ওসমানকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
তিনি আরো বলেন, পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও ওসি জানান।