সিঙ্গাপুর মেরিটাইম পোর্ট অথরিটি বউলিং প্রতিযোগিতায় রানার আপ বাংলাদেশ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬ পিএম, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | ৯১৪

সিঙ্গাপুর মেরিটাইম পোর্ট অথরিটি (এম.পি.এ) বউলিং প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বাংলাদেশ মেরিন কমিউনিটি, সিঙ্গাপুর। গত ১৯ই সেপ্টেম্বর, ২০১৯ তারিখে মেরিটাইম পোর্ট অথরিটি (এম.পি.এ), সিঙ্গাপুর এক জাঁকজমকপূর্ণ এ বউলিং প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্যাটাগরিতে ১৫টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ মেরিন কমিউনিটি, সিঙ্গাপুর এর প্রতিনিধিত্বকারী দলের অন্যান্য সদস্যরা হলেন ক্যাপ্টেন রাহাত সুমন, ক্যাপ্টেন জিয়াউর রহমান, ক্যাপ্টেন সুবীর, ক্যাপ্টেন ঈশতাক হোসাইন এবং ক্যাপ্টেন মোস্তফা আনোয়ার কবির।

উল্লেখ্য, ক্যাপ্টেন মোস্তফা আনোয়ার কবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র।