সাবেক এমপি রানা'র নিজ জন্মভুমিতে আগমন উপলক্ষে ছাত্রলীগের কর্মীসভা


ঘাটাইলের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান (রানা) এর নিজ জন্মভূমি ঘাটাইলে আগমন উপলক্ষে ২৫শে সেপ্টেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ৷
গত ১৮ই সেপ্টেম্বর (বুধবার) সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগ বিকেল ৩টায় কর্মীসভার আয়োজন করে ৷ সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকরামুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম খান সামু ৷
সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন-আহ্বায়ক আব্দুল মান্নান,রকিবুল হক, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ আকন্দ' সংগ্রামপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবু,যুগ্ন-আহ্বায়ক মনিরুজ্জামান ফজলু,বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রাহাত সনেট,ইউপি সদস্য রেহেনা খানম আয়না, সংগ্রামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,হালিম মিয়া এবং হাফিজুর রহমানসহ শত শত নেতাকর্মী ৷