আবারও হার মোহামেডানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭ | ১২৩৯

ব্যক্তিগত একটি অর্জনের পুরস্কার নিতে দেশে গেছেন মোহামেডানের ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিন। ফিরে আসার আগেই তাকে শুনতে হচ্ছে তার দল মোহামেডানের দ্বিতীয় পরাজয়ের খবর।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাতের ম্যাচে মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। জয়সূচক গোলটি করেছে মোহামেডান ছেড়ে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেয়া তৌহিদুল আলম সবুজ।

মোহামেডান লিগ শুরু করেছিল শেখ জামালের কাছে ২-০ গোলে হেরে। ওই ম্যাচে নইমুদ্দিনই ছিলেন ডাগআউটে। বৃহস্পতিবার প্রধান কোচ ছিলেন না, দলে কোনো সহকারী কোচও নেই। কোচবিহীন এ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। শেষ বাঁশির পর খেলোয়াড়দের সঙ্গে তাকেও মাঠ ত্যাগ করতে হয়েছে মাথা নিচু করে। পরপর দুই ম্যাচে হার প্রিমিয়ার লিগের শিরোপা ছোঁয়ার স্বপ্নে বড় এক ধাক্কাই মোহামেডানের।

বৃষ্টিভেজা ভারী মাঠে কোনো দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বল আটকে যাচ্ছিল মাঠের বিভিন্ন স্থানে। তার মধ্যেও বড় ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা ছিল দুই দলের। শেষ হাসি ফুটলো চট্টলার শিবিরেই। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে ডান দিক থেকে জাহিদ হোসেনের কর্নার থেকে গোলমুখে জটলায় সবুজ বল জালে পাঠান মোহামেডানের গোলরক্ষক মামুন খানের পাশ দিয়ে।

কাদা মাঠে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ছিল অবিরাম। কাদায় মাখামাখি হওয়ার কারণে শেষ দিকে খেলোয়াড়দেরও চেনা যাচ্ছিল না। মাঠ ভরে দৌড়াচ্ছিলেন যেন একদল কাদা-মাটির পুতুল। উত্তেজনার জের ধরে ৮৫ মিনিটে বিবাদে জড়িয়ে পড়েন মোহামেডানের ফয়সাল মাহমুদ ও চট্টগ্রাম আবাহনী জাহিদ হোসেন। রেফারি মিজানুর রহমান দুইজনকেই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলে বাকি সময় ১০ জনকে নিয়ে খেলতে হয় দুই দলকে।

চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে শেখ জামালের সঙ্গে যৌথভাবে।