ভূঞাপুরে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ এএম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৪২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ইউনিয়ন পর্যারে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংঘের উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ ঘটিকায় ভূঞাপুর সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহন করেন ভূঞাপুর পৌরসভা ফুটবল একাদশ বনাম নিকরাইল ইউনিয়ন পরিষদ ফুটবর একাদশ। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুল ইসলাম বাবুল প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় নিকরাইল ইউনিয়ন পরিষদ ফুটবর একাদশকে হারিয়ে ভূঞাপুর পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।