লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.হাসমত আলী,লালমনিরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ৫৫১

লালমনিরহাটের ২ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

১৭সেপ্টেম্বর মঙ্গলবার তিস্তা টোলপ্লাজায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আজমাতা (খামার আন্ধারী) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

লালমনিরহাটের সদর থানার ইনচার্জ মাহফুজ (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে তিস্তা টোলপ্লাজায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।