শিউলী কাশে পূজার আগমনী

মির্জাপুরে ২৩৫ টি পূজামন্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ৮০০

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপসহ ২৩৫ টি পূজামন্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্টিত হবে। এখন প্রতিটি পূজামন্ডপে প্রতীমা শিল্পিরা ব্যাস্ত রয়েছে প্রতীমা তৈরির কাজে। পূজা অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতিও চলছে মন্ডপ গুলিতে।

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মির্জাপুরের পূজমন্ডপ গুলিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর মির্জাপুরে এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার নীজ বাড়ির পূজামন্ডপসহ ২৩৫ টি পুজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

এরমধ্যে মির্জাপুর পৌরসভার মধ্যে ৪৫, মহেড়া ১০, জামুর্কী ৩১, আজগানা ৩, আনাইতারা ৮, ফতেপুর ১৩, বহুরিয়া ১১, লতিফপুর ১৯, বানাইল ২০, ভাতগ্রাম ২৮, ভাওড়া ৩, উয়ার্শী ১৬, তরফপুর ৭, গোড়াই ২০ এবং বাশতৈল ইউনিয়নে ১ টি পূজামন্টপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মির্জাপুরে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে মির্জাপুর থানার উদ্যোগে পুজারীদের নিয়ে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মির্জাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর বলেন প্রতি বছরের ন্যায় এবারও মির্জাপুরে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গপূজা হবার প্রত্যাশা করছি। পূজা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বলেন, দেশের উপজেরা গুলোর মধ্যে মির্জাপুর উপজেলায় সর্বাধিক ২৩৫ টি মন্ডপে দুর্গা পূজা অনিুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।