টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর কিশোরীর অর্ধনগ্ন লাশ উদ্ধার


টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে নার্গিস আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার নেকিবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নার্গিস উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌনে ২ বছর আগে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল-কান্দিপুর গ্রামের সাহাব আলীর ছেলে মনিরের সাথে প্রেমের সম্পর্কের জেরে নার্গিসের বিয়ে হয়। সেই সময় সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেনির ছাত্রী ছিলো।
বিয়ের ১ বছর পেরুতেই স্বামীর সাথে নার্গিসের দাম্পত্যকলহ শুরু হয়। এর জেরে গত ৭/৮মাস আগে নার্গিস স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে।
গত বুধবার রাত ১০টার দিক থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর শুক্রবার বাড়ির পাশের ধান ক্ষেতে তার অর্ধনগ্ন অবস্থায় লাশ খোঁজে পাওয়া যায়।
এ ব্যাপারে মধুপুর থানার এসআই জোবাইদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেউ লাশ ধানক্ষেতে ফেলে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।