মিঠাপুকুরে আত্মনির্ভর শীল দল গঠন সভা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯ | ৪২৩

আর ডি আর এস বাংলাদেশ সীড্স প্রকল্পের বাস্তবায়নে  রবিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া (ভাংনী) আদিবাসী পাড়ার গির্জা ঘরে আত্মনির্ভরশীল দল গঠন সভা অনুষ্ঠিত হয়।

চিথলী পশ্চিমপাড়া (ভাংনী) আদিবাসী পাড়া রমাঞ্জি (সভাপতি) রবিন মার্ডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মনির্ভরশীল দল গঠন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর ডি আর এস বাংলাদেশ এর সীড্স প্রকল্পের উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা যোগেন হাসঁদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আর ডি আর এস বাংলাদেশ এর সীড্স প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর বনি করায়,এমেলিউস বেক,রস রাজকুমার রায়,মোছা-রবিয়া খাতুন, মোছা- নাজমিন আক্তার, বাসন্তী রানী রায়,চিথলী পশ্চিমপাড়া (ভাংনী) আদিবাসী পাড়ার দূর্জয় সরেন,সুশীল টুডু প্রমুখ।

আত্মনির্ভরশীল দল গঠন সভায় ইউনিয়নে কর্ম এলাকায় যে সকল পরিবার সংখ্যা তালিকা বদ্ধ করা হয়েছে সেই সকল পরিবার গুলো কেনিয়ে আত্মনির্ভরশীল দল গঠন সভায় সকলের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে কমিটি করে এস আর জি আত্মনির্ভরশীল দল গঠন করা হয়।

পরে সম্পদের মানচিত্র, রুটি নকশা তৈরি, সমস্যা চিহিৃত করণ,সমস্যা বিশ্লেষন ও সুযোগ-সুবিধার ছক তৈরি করা হয়। আত্মনির্ভরশীলদল গঠন সভায় বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওর্য়াডের চিথলী পশ্চিমপাড়া (ভাংনী) আদিবাসী পাড়ার আদিবাসী নারী-পুরুষ,আর ডি আর এস বাংলাদেশ এর সীড্স প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটরসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।