টাঙ্গাইল সদরে মাসকলাই বীজ ও সার বিতরণ


খরিপ-২/২০১৯-২০ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির নক্ষ্যে কৃষি পূনর্বাসন কর্মসুচি’র আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে সদর উপজেরা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. ছানোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. শাহ্ জাহান আনছারী।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ জেলা শাখার দপ্তর সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি এম এম মোবারক আলী ও দাইন্যা ইউনিয়নের কৃষক মো. মাসুদ পারভেজ তারা প্রমুখ।
পরে ৫’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।