টাঙ্গাইলে ৯শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৯:০৭ এএম, শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | ৪০০

টাঙ্গাইলে ৯শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার বাহ্মনপাড়া উপজেলার তেতাভূমি দক্ষিণপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে নজরুল ইসলাম রফিক (৩২) একই উপজেলার আনান্দপুর উত্তর পাড়া গ্রামের মো. আ. রশিদের ছেলে মো. হাসান আমির হোসেন (২০)।

শুক্রবার সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় ডিএডি আরশাদ আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।