টাঙ্গাইলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ১১:৩০ এএম, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ৭০৮

টাঙ্গাইলের সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় শোভাযাত্রা করেছে।

আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামূত (ইস্কন) এর আয়োজনে ২৩ আগষ্ট শুক্রবার সকালে সনাতনী হিন্দু ধর্মালম্বীরা  শোভাযাত্রাটি শুরু করে । র‌্যালীটি টাঙ্গাইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি  সাবালিয়ায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার  সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামীলীগেরসাংগঠনিক সম্পদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে,গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র্র মাসের কৃষ্ণপরে অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন।

সনাতন ধমালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত্ত হয়েছিল-তখন সেই শক্তিকে দমন করে মানব কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠাতার জন্য মহাবতার ভগবান শ্র্রী কৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। আর সে কারণে যুগে যুগে তিনি পৃথিবীতে আর্বিভাব হয়ে দুষ্টের দমন করে ছিলেন।