মধুপুর-ধনবাড়ীতে
নকল মুক্ত পরিবেশে চলছে জে এস সি ও জেডিসি পরীক্ষা
টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে নকল মুক্ত পরিবেশে চলছে জে এস সি ও জেডিসি পরীক্ষা ।
সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় জে এস সি ও জে ডিসি পরীক্ষা। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিড়িয়াম সদস্য সাবেক খাদ্য মন্ত্রী ধনবাড়ী-মধুপুর আসনের সংসদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপির কড়া নির্দেশনায় ধনবাড়ী-মধুপুর সহ সকল উপজেলা গুলোতেই নকলমুক্ত পরিবেশে চলছে পরীক্ষা।
শুধু ধনবাড়ী উপজেলায় ই নয় টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলার শিক্ষকদের সাথে পরীক্ষার আগে মিটিং করেছে এবং বলেছে যাতে সুন্দর ও সুষ্ঠভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয় । সে দিকে শিক্ষদের তিনি খেয়াল রাখার নির্দেশ দেন। শুধু শিক্ষক নয় এমপি মহোদয় প্রসাশনের কর্মকর্তাদের সাথেও কথা বলেছে ।
ধনবাড়ী মধুপুর তার নির্বাচনী এলাকা। ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান খান তিনি জানান, এ উপজেলায় জে.এস. সি,জে.ডি.সি ও কারিগরি মিলে ৩ টি মূল কেন্দ্র ও ৪ টি ভ্যানু কেন্দ্র রয়েছে । জে.ডি.সি ধনবাড়ী আলীম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩২০ জন । প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ টি ।
মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষাথী ৭৩৭ জন । অংশগ্রহন কারী প্রতিষ্ঠানের সংখ্যা ৮ টি । পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র (ভ্যানু) মোট পরীক্ষার্থী ৪৩৩ উপস্থিত ৪৩৩ জন। ধনবাড়ী নওয়াব ইনষ্টিটিউশন কেন্দ্রে অংশগ্রহন কারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৫ টি, মোট পরীক্ষার্থী ১৮৪৭ জন ।
এ কেন্দ্রে কারিগরি শাখায় মোট পরীক্ষার্থী ১৭৯ জন, । কারিগরি শাখায় সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল কেন্দ্রে অংশগ্রহন কারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি মোট পরীক্ষার্থী ১৬১ জন । ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৬৩ জন, । কারিগরি দুইটি প্রতিষ্ঠান নিয়ে উখারিয়াবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৮ জন।
তিনি আরো বলেন,আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি যাতে করে নকল বা অন্য কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটতে পারে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, আমি নিয়মিত ভাবে উপজেলার সকল পরীক্ষাকেন্দ্র গুলো পরিদর্শন করছি এবং কী কঠোর নজরদারি রাখছি যাতে পরীক্ষায় কোন প্রকার নকল না চলতে পারে।
