সখীপুরে যাদবপুর ইউনিয়ন ছাত্র লীগের কমিটি গঠন

সখীপুর (টাঙ্গাইল)সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | ৪৭৮

টাঙ্গাইলের সখীপুরে এক বৎসর মেয়াদে যাদবপুর ইউনিয়ন ছাত্র লীগের “সুপার ফাইভ” কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার যাদবপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক তানবীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ,শফিউল আলম মুকুল ও রাসেদুল হাসান জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে আল-আমিন আহম্মেদকে সভাপতি, দেওয়ান মাজিদুর রহমান সাদ্দামকে সহ-সভাপতি, হিমেল আহম্মেদকে সাধারণ সম্পাদক, আশিক আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমরান খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম মোল্লা, জেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ রফিক, জামিল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।