মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক রুমান গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল)সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৬ এএম, বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ৪৫৬

টাঙ্গাইলের সখীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক রুমানকে (৫০) ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলা বহেড়াতৈল ইউনিয়নের তার নিজ গ্রাম বেতুয়া  থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক রুমান ওই গ্রামের মৃতঃ শাহজাহান মিয়ার ছেলে । এ ব্যাপারে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন ধরে  মুসুল্লীর ছদ্দবেশে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন-  মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মোজাম্মেল হক রুমানকে ইয়াবাসহ তার নিজ গ্রাম বেতুয়া থেকে  গ্রেফতার করে  বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।