ঘাটাইলে গৃহবধুর মৃত্যুর ঘটনায় তিনজন গ্রেফতার

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ এএম, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ৫৫৬

ঘাটাইলে গৃহবধু আগুনে ঝলসে মৃত্যুর ঘটনায় তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।

মামলার তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক মো: হাসান-উদ-দৌলাহ জানান, ২০ জুলাই ভোরে ঘাটাইলের ধোপাজানি গ্রামের আলমের স্ত্রী সাথীর (২৪) গায়ে পেট্রোলের আগুনে ঝলসে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় থানায় মৃতের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেন। ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- আলম (৩০) সজীব (২৫) ও শাশুরী নুর নাহার বেগম (৫৫)। জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।