সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা মহিলা নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭ এএম, শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | ৪৮৯

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেকে রানী নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মহিলা ৮নম্বর ওয়াডের বিনয় চন্দ্র মালোর স্ত্রী।

জানা যায়, শনিবার সকাল সাড়ে সাতটায় রান্না ঘরে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কেকে রানী (৬০)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর পৌরসভার ৮নম্বর ওযার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম কেকে রানীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।