ভোলায় ২০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৩ এএম, সোমবার, ২৯ জুলাই ২০১৯ | ৪৭৫

ভোলায় ২০পিচ ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন(৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার(২৯জুলাই) দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিনকে ২০পিচ ইয়াবাসহ আটক করা হয়। শাহাবুদ্দিন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে ভোলা মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।