ভূঞাপুরে গুজব,ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালি

মামুন সরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ এএম, রোববার, ২৮ জুলাই ২০১৯ | ৫১৮

গুজব, ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধ বিষয়ক গণসচেতন সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি থানা গেট থেকে শুরু হয়ে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও বাসস্ট্যান্ড হয়ে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়।

রবিবার দুপুরে আয়োজিত এ র‌্যালিতে অংশ গ্রহন করেন ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহামুদ, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার এবং ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গুজব বিশ্বাস করে গণপিটুনিতে অংশ গ্রহন করবেননা।

গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজ। গুজব বিষয়ক নেতিবাচক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ফৌজদারি অপরাধ। এবিষয়ে পুলিশকে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ করা হয়।