মির্জাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ এএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৪৭৬

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাসিন গ্রামের হান্নান মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, আনুমানিক ৫/৬ দিন পূর্বে ২৫/২৬ বছরের ওই যুবকটিকে দুর্বৃত্তরা হত্যা করে হান্নান মিয়ার বাড়ির পাশের পুকুরে ফেলে রাখে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন বলে উদ্ধাকারী মির্জাপুর থানার উপপরিদর্শক মজিবর রহমান জানিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই এবং তার কোন পরিচয় পাওয়া যায়নি।