মির্জাপুরে নদী ভাঙন এলাকায় ৩শ পরিবারের মধ্যে চাল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯ এএম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | ৫০২

টাঙ্গাইলের মির্জাপুরে ঝিনাই ও বংশাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের নেতৃত্বে ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঝিনাই ও বংশাই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার ফতেপুর, ভাতগ্রাম ও পৌরসভার ৩ শতাধিক বাড়ি ও সহস্রাধিক ঘর এবং ৫শ একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ঘর-বাড়ি হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। সোমবার বিকেলে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের নেতৃত্বে ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল দেয়া হয়।

এসময় মির্জাপুর পৌরসবার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. রায়হান কবীর, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্সের স্টেশনের অফিসার মো. আরিফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য দিলীপ উপস্থিত ছিলেন।