টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ২৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল
উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার (৪ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আনছারী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান ত্র্যাডভোকেট খোরশেদ আলম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, ন্যাশনাল পিপলস পার্টির মনোনিত প্রার্থী মামুনুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্ঠা নাজমুল হুদা নবীন, আবু সাঈম তালুকদার বিপ্লব,রেজাউল করিম,আকরাম হোসেন কিসলু,আলমগীর হোসেন,সোহেল রানা,ওমর ফারুক বিপ্লব, মির্জা সাইফুল হোসেন মিন্টু,মরী মাহমুদুল ইসলাম,এসএম জহিরুল ইসলাম,মোস্তফা মিয়া,আব্বাস আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন কামরুন্নাহার, শামিমা আক্তার,পপি গুহ,শাহিন আরা মিষ্টু,উষা আক্তার,লায়লা আক্তার লিপি, ফামিদা আনছারী। প্রার্থীরা সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ের তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
