কালিহাতীতে গাঁজাসহ ভুয়া পুলিশ আটক

শুভ্র,মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ এএম, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | ৫৮৪

টাঙ্গাইলের কালিহাতীতে গাঁজাসহ পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের জেল দেয়।

আটককৃত ভুয়া এসআই ফরিদপুর সদর থানার চাঁদপুর মইজুদ্দিন মাতবরপাড়া গ্রামের জলিল শেখ ওরফে জালাল শেখের ছেলে জুলহাস মিয়া ওরফে জুয়েল (৩০)।এসময় তার কাছে থেকে পুলিশের ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার এলেঙ্গা থেকে গাঁজাসহ পুলিশের এক ভুয়া এসআইকে আটক করে কালিহাতী থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাকে ৩ মাসের জেল প্রদান করেন।

কালিহাতী থানার নবাগত ওসি হাসান আল মামুন জানান, শুক্রবার সকালে উপজেলার এলেঙ্গা থেকে গাঁজাসহ পুলিশের এক ভুয়া এসআইকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ৩ মাসের জেল প্রদান করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।