টাঙ্গাইলে বন্যার পানিতে প্রাণ গেল দুই বোনের


টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। এরমধ্যে তানজিলা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ও লিমা প্রথম শ্রেণীতে পড়তো।
স্থানীয়রা জানান, উপজেলার চরদূর্গাপুর গ্রাম বন্যার পানিতে প্রায় ডুবে গেছে। দুপুরে দুই বোন খেলার সময় বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দুই শিশু মেয়েকে অনেক খোজাঁখুজি করে পাননি। স্থানীয়রা পানিতে দ্জুনকে ভাসতে দেখেন। মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।
কালিহাতীর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামানিক বলেন, গ্রামের সকল জায়গায় পানি প্রবেশ করায় ওই দুই বোন পানিতে ডুবে মারা গেছে।
কালিহাতী থানার নবাগত ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বন্যার পানি থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।