কালিহাতীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:০০ এএম, বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৫০৬

মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি প্রতিপাদ্যে জাতীয় মৎস সপ্তাহ -২০১৯ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ খাদিজা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম,কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাবেক কোষাধ্যক্ষ এম এম হেলাল ও উপজেলা সহকারি মৎস কর্মকর্তা নাছির উদ্দিন প্রমূখ।