এবার ধর্ষনের শিকার সাড়ে ৪ বছরের শিশু

ঠাকুরগাঁও সংবাদদাত
প্রকাশিত: ০২:২৬ পিএম, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭ | ৪৯৮

ঠাকুরগাঁওয়ে চৌদ্দ বছর বয়সী ৭ম শ্রেণী পড়ুয়া শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ধর্ষণের শিকার হয়েছে সাড়ে চার বছরের শিশু।

ধর্ষিতার পরিবারসূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ৩ টার সময় সাড়ে চার বছর বয়সী কন্যাশিশুকে জামুরীপাড়া গ্রামের কল্লোলের ছেলে জয় (১৪) বাড়ির পাশে বাঁশঝাড়ে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৭ টার সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা: জিন্নাত পারভিন প্রাথমিক ভাবে ধারণা করছেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

তবে পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মেয়েটির শরীরে জ্বর আছে এবং তার মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা বলেন, বুধবার রাতে অভিযুক্ত ধর্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।