টাঙ্গাইলে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, শনিবার, ২৯ জুন ২০১৯ | ৪৫০

টাঙ্গাইলের কালিহাতী থেকে সাড়ে পাঁচ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর একটি দল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার চরজাবরাজান গ্রামে রকিবুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরু (২৫)।

শনিবার (২৯ জুন) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গোহালিয়া বাড়ি গ্রামের মন্ডল বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার গোহালিয়া বাড়ি থেকে নূর মোহাম্মদ ওরফে নূরুকে সাড়ে পাঁচগ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়। এসময় তিনি আরো জানান, উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকার বেশি।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নূরুর বিরুদ্ধে কালিহাতি থানায় বাংলাদেশে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।