মির্জাপুরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচী


টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছ্।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বংশাই রোডস্থ বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায়সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মৃধা নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ,শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা,উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্না, যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক ডি এ মতিন, ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।