শুরুতেই শূন্য রানে গেইলকে বিদায় করলেন সাইফউদ্দীন


টস জিতে কেন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মাশরাফি বিন মর্তুজা, সেটা শুরুতেই প্রমাণ দিলেন তিনি। শুরুতেই ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে দুই ওপেনিং বোলার মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ সাইফউদ্দীন।ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই আঘাত বাংলাদেশের। ক্রিস গেইলকে ভয়ংকর হতে দিলেন না মোহাম্মদ সাইফউদ্দীন। আনলাকি থার্টিন যাকে বলে। ১৩টি বল খেলে কোনো রান করতে পারলেন না ক্যারিবীয় ওপেনার।
অফসাইডে বেরিয়ে যাওয়া বল বুঝতে না পেরে একটু খোঁচা দিয়েছিলেন গেইল। উইকেটের পেছনে মুশফিকুর রহীম ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। এ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচে দুবারই শূন্যতে আউট হলেন বিধ্বংসী এই ওপেনার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেটে ১৮ রান। এভিন লুইস ১১ ও শাই হোপ ৫ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।