সম্মেলনের ৩৪ মাস পর আওয়ামীলীগের বর্ধিত সভা


টাঙ্গাইলের মির্জাপুরে সম্মেলনের ৩৪ মাস পর অনুমোদিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষিষ্ঠত হয়েছে।
শুক্রবার সকালে মির্জাপুর কলেজ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
বক্তব্য রাখেন সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহসভাপতি মোশারফ হোসেন মনি, সাধারণ সম্পাদক মীর শরিফ মাহামুদ,যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সদস্য সরকার হিতেষ চন্দ্র পুলক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
সভার শুরুতে জেল হত্যা দিবস উপলক্ষে সাধারণ সম্পাদক মীর শরিফ মাহামুদ শোক প্রস্তাব উত্থপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ইউনোস্কোতে অন্তভর্’ক্ত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব নিয়েও বর্ধিত সভায় আলোচনা হয়।