বাংলাদেশকে হারাতে সামর্থ্যের সেরাটা দিতে হবে: মরগান

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, শুক্রবার, ৭ জুন ২০১৯ | ৪২৩

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তবে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ইংল্যান্ড। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তিনি আরো বলেন টাইগারদের সিনিয়র ক্রিকেটাররা ফর্মে থাকায়, এই ম্যাচ জিততে হলে সামর্থের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে তাদের।

মরগান বলেন, ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। কারণ, ওদের বেশি কিছু ক্রিকেটার ফর্মে রয়েছে। তাছাড়া এই ফরম্যাটে বাংলাদেশ ভালো দল। তাই জিততে হলে সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে। আর আমরাও জয় ছাড়া কিছুই ভাবছি না।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।