টাঙ্গাইলে ধর্মীয় ভাবগার্ম্ভিযের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে


সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ যথাযথ ধর্মীয় ভাবগার্ম্ভিযের মধ্যদিয়ে পবিত্র ইদুল ফিতর পালিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল মধুপুর মধুবন কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা জাকের পার্টির উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান অটল, জেলা জাকের পার্টির সহ-সভাপতি এনামুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মো. সালামত হোসেন খানসহ ধর্মপ্রান মুসুল্লীরা এখানে ঈদের নামাজে অংশ নেন। জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে।
ঈদের নামাজ শেষে মুসুল্লীরা দেশবাসীর জন্য দোয়া করেন ও একে অপরের সাথে কোলাকোলি করেন। পরে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।