আত্মবিশ্বাস ধরে রাখতে বললেন প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, রোববার, ২ জুন ২০১৯ | ৭৮৭

সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। স্মরণীয় জয়ের পর মাশরাফী বিন মোর্ত্তজার দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপে “শুভ সূচনা” করায় আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ। যেটি বিশ্বকাপ তথা ওয়ানডেতেই বাংলাদেশের সেরা ইনিংস। সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। ৭৫ করেন সাকিব আল হাসান। ৩৩ বলে ৪৬ করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ৬৭ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট পেয়েছেন ম্যাচসেরা সাকিব ও মেহেদী মিরাজ।