মিলার সেই স্বামী সানজারিকে এসিড নিক্ষেপ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, রোববার, ২ জুন ২০১৯ | ৬১৯

রাজধানী উত্তরায় পাইলট পারভেজ সানজারিকে (৩২) লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তিনি সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী। রোববার (২ জুন) দিবাগত রাতে ৩ নম্বর সেক্টরের ৭/বি রোডে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে।

ঢামেকে পারভেজ ও তার ভাই এসআর রহমান সাংবাদিকদের জানান, স্ত্রী মিলার নির্দেশে মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন পারভেজ বলেন, ‌৩ নম্বর সেক্টরে তার ৩১ নম্বর বাড়ির সামনে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়।

গত এক বছর আগে মিলার সঙ্গে পারভেজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছেন তার সাবেক স্ত্রী। পারভেজের ধারণা, তার সাবেক স্ত্রীর ইশারায় এই ঘটনাটি ঘটতে পারে।