আইফোন বিক্রি বেড়েছে চীনে


চীনে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন বিক্রি বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটিতে আইফোন বিক্রি ১ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮০ লাখ ইউনিট। পুরনো মডেলের আইফোনগুলোর দাম কমে যাওয়ায় দেশটিতে আইফোন কেনার প্রবণতা বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস ও সিএনবিসি।
চীন স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার। গত আগস্টে অ্যাপল জানায়, এক বছর আগের চেয়ে চীনে তাদের আইফোন বিক্রি কমেছে ১০ শতাংশ।
ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, চীনা স্মার্টফোন ব্র্যান্ড যেমন— হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি যুক্তরাষ্ট্রের বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। চীনে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে এসব প্রতিষ্ঠান অ্যাপলের চেয়ে এগিয়ে রয়েছে।
ক্যানালিস জানায়, আসন্ন আইফোন টেনের প্রতি চীনাদের ব্যাপক আগ্রহ আছে। তবে ডিভাইসটির উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতির কারণে বিক্রি কম হতে পারে।
ফিন্যান্সিয়াল টাইমসের এক জরিপে বলা হয়, চীনা ফোন ব্যবহারকারীদের প্রথম পছন্দ হুয়াওয়ে। জরিপে অংশ নেয়া ৩১ দশমিক ৪ শতাংশের বেশি উত্তরদাতা এ ব্র্যান্ডের ফোন ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন।
বছরখানেক আগে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছিলেন, অ্যাপলের প্রবৃদ্ধির ক্ষেত্রে চীন বৃহত্ বাজার হবে। চীনের বাজার দখলের লক্ষ্যে চলতি বছরের প্রথম দিকে অ্যাপল ইসাবেল গে মাহেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে এবং চীনের নির্বাহী পরিচালকের দায়িত্ব দেয়।
টিম কুক বলেন, চীনের বাজার নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। এদিকে ক্যানালিসের বিশ্লেষক মো জিয়া অ্যাপলের উন্নতিকে ক্ষণস্থায়ী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি এ প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে না