মালয়েশিয়ায় সাড়ে ৪ কোটি সেলফোন গ্রাহকের তথ্য বেহাত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ৪৬১

বিশ্বব্যাপী প্রতিনিয়তই কোনো না কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ডাটা ব্রিচ বা তথ্য চুরির শিকার হচ্ছে। সম্প্রতি এ রকমই তথ্য চুরির শিকার হয়েছে মালয়েশিয়া। একটি সাইবার অপরাধী চক্র দেশটির ৪ কোটি ৬০ লাখ সেলফোন গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, গোপনে এসব তথ্য অনলাইনে বিক্রির চেষ্টা করা হয়। এ বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। গতকাল মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়ামন্ত্রী সালেহ সাইদ কেরুয়াক তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

মালয়েশিয়ার বিপুলসংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার বিষয়টি প্রথম প্রকাশিত হয় লোয়াত ডটনেট নামক স্থানীয় একটি প্রযুক্তি ওয়েবসাইটে। বলা হয়, কেউ একজন তাদের ওয়েবসাইটের ফোরামে হাতিয়ে নেয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের এসব তথ্য বিক্রির চেষ্টা চালিয়েছে। বিক্রির লক্ষ্যে উপস্থাপিত ডাটাবেজটিতে অসংখ্য মোবাইল ফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়েছে।

মালয়েশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে সালেহ সাইদ কেরুয়াক জানান, দেশটির যোগাযোগ অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) টেলিকম অপারেটর ও পুলিশের সহায়তায় বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখছে।

তিনি বলেন, আমরা এরই মধ্যে বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার নেপথ্যে কয়েকটি সম্ভাব্য উত্স শনাক্ত করতে সমর্থ হয়েছি এবং বিষয়টি নিয়ে শিগগিরই তথ্য-প্রমাণ তুলে ধরা সম্ভব হবে।

গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে লোয়াত ডটনেট ওয়েবসাইটে বলা হয়, হাতিয়ে নেয়া এসব তথ্য ডিজিটাল কারেন্সি বিটকয়েনে বিক্রি করে দেয়া হয়েছিল। তবে কত বিটকয়েনে এসব তথ্য বিক্রি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সাধারণত র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার ছড়িয়ে হাতিয়ে নেয়া তথ্য বা কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণ ফিরে দিতে মুক্তিপণ হিসেবে বিটকয়েনে অর্থ পরিশোধ করতে বলা হয়।

ওয়েবসাইটটির তথ্যমতে, হাতিয়ে নেয়া তথ্যের মধ্যে মোবাইল ফোন নম্বর, পরিচয়পত্র নম্বর, বাসাবাড়ির ঠিকানা এবং দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী অন্তত ১২টি সেলফোন অপারেটরের ৪ কোটি ৬০ লাখ ফোন ব্যবহারকারীর তথ্য রয়েছে।

বলা হচ্ছে, মালয়েশিয়ার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। এক্ষেত্রে ৪ কোটি ৬০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য প্রকাশের বিষয়টি প্রশ্নের সৃষ্টি করেছে। তবে সেলফোন ব্যবহারকারীদের একাধিক সিম ব্যবহারের কারণে এমন হয়ে থাকতে পারে। এছাড়া অনলাইনে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে যেসব বিদেশী দেশটিতে এসে সিম কিনেছিলেন তাদের তথ্যও রয়েছে।

এমসিএমসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাজলান ইসমাইল মঙ্গলবার জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কখন বা কীভাবে একযোগে বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়া হয়েছে এবং কারা এই তথ্য চুরির সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা আশা করছি, পুলিশের সহায়তায় তথ্য চুরির বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য খুব অল্প সময়ের মধ্যে তুলে আনা সম্ভব হবে।

লোয়াত ডটনেটের তথ্যমতে, অনলাইনে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে মালয়েশিয়ান মেডিকেল কাউন্সিল, মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং মালয়েশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ৮০ হাজার গ্রাহকের তথ্যও রয়েছে।