‘ডুব’ নিয়ে গর্বিত ইরফান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ১১৪৩
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ডুব’ বা ‘নো বেড অব রোজেস’-এর প্রচারণায় এখন কলকাতায় ইরফান খান। তিনি জানিয়েছেন, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ ছবি নিয়ে তিনি ভীষণ গর্বিত। ছবির সংলাপ বাংলা ভাষায় হওয়ায় বাংলাতেই কথা বলতে হয়েছে তাকে। তার মতো ভিন্নভাষীর তারকার জন্য কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।

তিনি বলেন, ‘এটা (ডুব) আমার বাংলা ছবি, তাই আমার জন্য বিশেষ কিছু। আমি এখানে বাংলায় কথা বলেছি। আমি অবশ্যই বলব এটা চ্যালেঞ্জিং ছিল, কারণ বাঙালিরা বাংলা বলার বিষয়ে খুবই খুঁতখুঁতে। একটা শব্দ ভুলভাবে উচ্চারণ করবেন তো আপনার খবর আছে! কিন্তু আমি তা করতে পেরেছি। আমি এখানে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিনয় করেছি, যে তার মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে। এ রকম কোনো কাজ আমি এর আগে কখনো করিনি। তাই এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। একটি আন্তর্জাতিক প্রকল্পের অংশ হয়ে খুব খুশি লাগছে।’

পশ্চিমা বিশ্বে ডুব ছবিটি প্রচুর প্রশংসা পেয়েছে। ইরফান আশা করছেন ভারতেও এ ছবির প্রচুর দর্শক হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের ছবি নির্মাণে যে বৈচিত্র্য রয়েছে, তা আমার পছন্দ। এখানে বিভিন্ন ধরনের ছবি তৈরি হয়। অবশ্য এটা জানা কথা, বড় টিকিটের ব্লকবাস্টার ছবি বক্স অফিসকে সবসময় নিয়ন্ত্রণ করবে। ভিন্নধারার ছবিও কিন্তু দর্শক পাচ্ছে। যেমন— চলতি বছরের শুরুতে হিন্দি মিডিয়াম ছবিটি এর বিনিয়োগ ও লাভ অনুযায়ী সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে।’

এদিকে যৌন কেলেঙ্কারি নিয়ে অস্কারজয়ী হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের ঘটনার পর ইরফান খান ভারতীয় কাস্টিং ডিরেক্টরদের স্বেচ্ছাচারিতা ও তাদের যৌন হয়রানি নিয়ে নতুন ছবি কারিব কারিব সিঙ্গালের প্রচারণার সময় কথা বলেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকেও পুরুষ ও নারী উভয় লিঙ্গেরই কাস্টিং ডিরেক্টররা কুপ্রস্তাব দিয়েছেন। যদিও পরে এটি নিয়ে তিনি অনুশোচনা করেন।

তিনি বলেন, ‘সবাই মনে করছে ছবির প্রচারণার উদ্দেশ্যেই আমি হয়তো এ কথা বলেছি। আমি অনেক কিছু নিয়েই কথা বলি। কিন্তু সবাই এ বিষয়টিকে ধরে বসে আছে।’

সূত্র: ডিএনএ ইন্ডিয়া