বাগাতিপাড়ায় ঈদের বাজার করতে শহরে যাওয়ার পথে

মোটর সাইকেল দুর্ঘটনায় গৃহবধু নিহত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৫ এএম, শুক্রবার, ৩১ মে ২০১৯ | ৮৪৪

নাটোরে মোটর সাইকেল দুর্ঘটনায় হাফসা বেগম (২১) নামে এক গৃহবধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় নিহতের স্বামী মিলন হোসেন (৩৬) আহত হয়।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নাটোর-বাগাতিপাড়া সড়কের রামেস্বপুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফসা বেগম বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর মহল্লার আলাউদ্দিন আলার পুত্র বধু। নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার দুপুরে ৮ মাসের শিশু সন্তান তাহাকে বাড়িতে স্বজনদের কাছে রেখে মিলন তার স্ত্রী হাফসা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার রামেস্বপুর মোড়ে কুকুরের সাথে সংঘর্ষ হলে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাফসা মারা যায়।

নিহত হাফসা বেগমের চাচা শশুর নওশাদ আলী জানান, তাঁরা স্বামী-স্ত্রী মিলে নাটোর শহরে বাজার করতে জাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যে এই দূর্ঘটনা ঘটে।