বাসাইলে
জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৭১জন শিক্ষার্থী


টাঙ্গাইলে বাসাইলে শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার ( ১ নভেম্বর) জেএসসি বাংলা ১ম পত্র ও জেডিসি বাংলা ১ম পত্রের মাধ্যমে শুরু হয়েছে এ পরীক্ষা। প্রথমদিনে জেএসসিতে ১ হাজার ৯শ’ ৯০ জনের মধ্যে ৪২জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এর মধ্যে ২৫ জন ছাত্রী ও ১৭জন ছাত্র। জেডিসিতে ৪শ’ ২১জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে ২২জন ছাত্র ও ৭ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অনুপস্থিত ছাত্রীরা অনেকেই বাল্যবিয়ের শিকার হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না জানান, শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সকল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে।