কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ ব্যবসায়িকে অর্থদন্ড


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।
সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে মুদি এবং ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, মাহে রমজান উপলক্ষে আমরা অভিযান পরিচালনা করি। মুদি দোকানে মুল্য তালিকা না থাকায় ও ফলের দোকানে মানসম্মত ফল না থাকায় দোকান মালিক মো. নুরুল ইসলাম, তোফাজ্জল মিয়া, আফসার মিয়াকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদের আর্থিক জরিমান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।