ডাকসুর ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০২:০০ এএম, সোমবার, ২৭ মে ২০১৯ | ৬৫৮

বগুড়ায় ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য শিক্ষার্থী মাহফুজুর রহমান, এসএসই ইসলাম রনি, মো. কাওসার আহমেদ, কাকলি তাবাসসুম, মো. আলিফ প্রমুখ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, শামস বিন হাসান, প্রিয়শীষ পাল, মো. কবির হোসেন, মুক্তাদির সাকিব, তন্ময়, নাইম হোসাইনসহ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের পক্ষ থেকে ডাকসুর ভিপি নুরের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই।