বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়নের বাজেট ঘোষণা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:২২ এএম, মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ৬৩৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পরিষদ চত্ত্বরে ইউপি সচিব দেল মোহাম্মদ ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট ১ কোটি ২০ লক্ষ ৫ হাজার ৭২০ টাকা আয় এবং ১ কোটি ১৭ লক্ষ ৯৮ হাজার ৭২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লক্ষ ৭ হাজার টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, প্রভাষক জিল্লুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আ. হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।