মাদক বিক্রির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ আহত ২, গ্রেফতার ২

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৯ পিএম, সোমবার, ২০ মে ২০১৯ | ৫০৬

টাঙ্গাইলের নাগরপুরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলা গয়হাটা বাজারে। ঘটনায় জরিত ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,গয়হাটা গ্রামের আবুল হোসেনের ছেলে মনিয়ার হোসেন (৪৮) কবির মিয়ার ছেলে আল-আমিন (৩৮)।
জানা যায় , মনিয়ার আলামিন দীর্ঘ দিন ধরে গয়হাটা বাজারসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে।

সোমবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যগ্ম আহাবায়ক শেখ সম্ম্রাট ও রিয়াদ মিয়া মনিয়ার ও আলামিনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলে। মনিয়ার আলামিন কোন ভাবে বন্ধ করতে রাজি নই। এক পর্যায়ে মনিয়ার সম্ম্রাটের উপর হামলা করে।

এতে শেখ সম্ম্রাট ও রিয়াদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্বার করে নাগরপুর সদর হাসাপাতালে ভতি করে । তাদের অবস্থা আশংকাজনক হাওয়ায় কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পযন্ত মামলা প্রন্তুতি চলছে।