মহেশপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, বুধবার, ১৫ মে ২০১৯ | ৫৮৬

ঝিনাইদহের মহেশপুরে ১’শ পিচ ইয়াবাসহ সুমন দর্জি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাইলবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন দর্জি ওই গ্রামের নুরুজ্জামান দর্জির ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাইলবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১’শ পিচ ইয়াবাসহ সুমন দর্জিকে আটক করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।