বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা


নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বাগাতিপাড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এ অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির অপরাধে উপজেলার তমালতলা আদর্শ ফার্মেসীর মালিক নূরল ইসলামকে পাঁচ হাজার ও মালঞ্চি বাজারের ভাই ভাই হোটেল মালিককে এক হাজার এবং হোটেল মালিক রানাকে পাঁচ শত মোট তিনটি প্রতিষ্ঠানে ছয় হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ন ঔষধ জব্দ করা হয়।
এসময় ক্যাব’র বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারী আরিফুল ইসলাম তপু, সদস্য ফজলুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার এসআই খাইরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে জনসচেতনতায় মাংস ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।