দেলদুয়ারে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত এক

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০২:২১ এএম, সোমবার, ১৩ মে ২০১৯ | ৬৯১

টাঙ্গাইলের দেলদুয়ারে দুইটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক ক‌লেজ ছাত্রী নিহত হ‌য়ে‌ছে। 

‌নিহত শামিমা আক্তার বিথী (১৮) উপজেলার ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে এবং উপজেলার আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থী ছিলো। এ ঘটনায় ২ জন আহত হ‌য়ে‌ছে। 

সোমবার ( ১৩ মে) দুপুরের দিকে উপজেলার আটিয়া-মিল্ক ভিটা রো‌ডের আ‌তিয়া ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার এসআই মনোয়ার হো‌সেন বলেন, দেলদুয়ার থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি উপজেলার আটিয়া মিল্ক ভিটা রোড এলাকায় পৌছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা দেলদুয়ারগামী অপর আরেকটি সিএনজি সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এ‌তে এক‌টি সিএন‌জি সড়কের পা‌শের খা‌দে প‌ড়ে যায়। প‌রে ঘটনাস্থলেই ওই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ‌তে আ‌রো দুই যাত্রী আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠানো হয়। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।