কালিহাতীতে ভিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক-শিক্ষিকার আগমন-প্রস্থানে ব্যাপক অনিয়মের অভিযোগ

কালিহাতীতে
প্রকাশিত: ০৫:২৮ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ৫৪৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ৯২ নং ভিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকার আগমন প্রস্থানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

৩১ অক্টোবর সরেজমিনে তদন্ত করে দেখা যায় সকাল ৯টার মধ্যে স্কুলে পৌছে শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা খাতায় স্বাক্ষর করার বিধান থাকলেও তা তোয়াক্কা না করে উপজেলার পারখী ইউনিয়নের ৯২ নং ভিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৪ জন সহকারী শিক্ষক মোঃ মোতালেবের আগমন সকাল ১০টা ১৯ মিনিট, মাহমুদা খাতুনের আগমন ১০টা ১৪ মিনিট, রিয়াজ উদ্দিনের আগমন ১০টা ১৪ মিনিট এবং শহিদুল ইসলাম তালুকদারের স্কুলে আগমন ১১টা ৮ মিনিট। বাকী দুইজন প্রধান শিক্ষক রওশনারা আক্তার লিলি এবং সহকারী শিক্ষক শাহনাজ আক্তার ছুটিতে আছে ।

ক্লাস শুরুর সরকারের নির্ধারিত সময় থাকলেও তা তোয়াক্কা না করে তাদের মনগড়া ভাবে দায়িত্ব পালন করে আসছে। এতে করে ওই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এ ব্যাপারে ওই স্কুলের পরিচালনা পরিষদের কাছে জানতে চাইলে তারা বলেন,শিক্ষক-শিক্ষিকারা আমাদের কোন তোয়াক্কা করে না। তাদের মনগড়া ও একঘেয়েমি ভাবে স্কুল চালানোর কারণে দিন দিন স্কুলের ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে এবং লেখাপড়ার মান নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামছুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব