সৌম্যর পর হাফ সেঞ্চুরি তামিমেরও


ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি পেয়েছেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। প্রথমে সৌম্য সরকার ও পরবর্তীতে তামিম ইকবাল পাড় করেন ব্যক্তিগত ৫০ রান। তাদের সংগ্রহ ধরে উইন্ডিজদের ছুড়ে দেয়া ২৬১ রানের লক্ষ্য পেরুতে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। অন্যদিকে সৌম্যর ব্যক্তিগত সংগ্রহ ৬৪ বলে ৭২ রান ও তামিমের ৮৯ বলে ৫০ রান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙে ৮৯ রানে। তবে এরপর আমব্রিস ও ড্যারেন ব্রাভো ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপের মধ্যে পড়লেও শাই হোপ-রোস্টন চেজ তা সামলে নেন স্কোরবোর্ডে ১১৫ রান যোগ করে।
শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিংয়ে ২৬১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।